Wednesday, 19 August 2020

বিদ্যুতের অর্থ

 বিদ্যুতের অর্থ

বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি অদৃশ্য বল বা শক্তি যা আমরা অনুভব করতে পারি না

কারন এটা দেখা যায় না,এর কোন স্বাদ নেই,গন্ধ নেই এমন কি এটা অনুভব করা যায় না

যদি কেউ দাবি করে বৈদ্যতিক বাল্বের দিকে লক্ষ করলে আলো দেখা যায়

হিটারের তাপ অনুভব করা যায় বিদ্যুতের তারে হাত দিলে আঘাত লাগে

বাস্তবে এগুলো বিদ্যুৎ নয় কেবল মাত্র এগুলো বিদ্যুতের প্রবাহ।

তাহলে বিদ্যুৎ কী?

শুধু মাত্র একটি সুইচ অন করে সম্পুর্ণ ঘর নিয়ন্ত্রন করা যায়

রান্না করা,ট্রেন চালানো,মটর চালানো,মোবইল ফোন,ক্যামেরা,টেলিভিশন,কম্পিউটার,ইত্যাদি,অসংখ্য কাজ সমাধান করে থাকে

আমাদের জীবনে বিদ্যুতের প্রভাব অনেক এবং ব্যাপক কৌতুহল

বিদ্যুৎ কী? 

এর উত্তর দেওয়া কঠিন তবে আমরা এটা বলতে পারি যে

বিদ্যুৎ এমন এক অদৃশ্য বল শক্তি যা আলো, তাপ, শব্দ,গতি উৎপন্ন করে এবং অসংখ্য বাস্তব কাজ সমাধা করে

watching for youtube

বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির উদ্ভব হয়েছে গ্রিক শব্দ ’ইলেকট্রন’ বা অ্যম্বার  (পাইন গাছের শক্ত আঠা) হতে প্রাচীন কালে( খ্রিঃ. পূ ৬৪০-৪৫৮ অব্দে) গ্রিক পন্ডিত

থ্যালেস দেখেন যে অ্যাম্বার কে রেশমি কাপর দিয়ে ঘষলে এটা কাগজের ছোট ছোট টুকরা আকর্ষণ করে ।  আমরা শীতকালে চিরুনি দিয়ে চুল আচঁড়ানোর সময় চট চট শব্দ হয়, এবং চিরুনি কাগজের টুকরার কাছে আনলে আকর্ষণ করে আমাদের পলিয়েস্টার কাপরের জামা খোলার সময়ে  চট চট শব্দ হয়।

এবং জামা খুলে শরীরের কাছে আনলে পশম টেনে নেয় অন্দকারের রাতে কাপড় হতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয় এগুলো শীতকালে বেশি দেখা যায়।

এগুলো আর কিছুই নয় বিদ্যুতের উপস্থিতির ফলে এমন হয়।

No comments:

Post a Comment

passport size photo